ভিটামিন সি ট্যাবলেট এর ৭ টি উপকারিতা যা আপনার জানা উচিত

প্রিয় পাঠক, আসসালামু আলাইকুম। আপনি কি ভিটামিন সি ট্যাবলেট এর উপকারিতা সম্পর্কে জানেন? যদি না জেনে থাকেন ও জানতে আগ্রহী হন, তাহলে এই আর্টিকেলটি আপনার উপকারে আসতে পারে। এই আর্টিকেলে আমরা ভিটামিন সি ট্যাবলেট এর উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। তাই সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইলো।
ভিটামিন সি ট্যাবলেট এর উপকারিতা
এছাড়াও ভিটামিন সি এর অভাবে কি হয়, ভিটামিন সি এর উৎস ও কাজ কি এ সম্পর্কেও একটি স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করবো।

কনটেন্ট সূচিপত্র: ভিটামিন সি ট্যাবলেট এর উপকারিতা জেনে নিন

ভূমিকা

ভিটামিন সি হলো একধরনের water-soluble ভিটামিন। water-soluble ভিটামিন গুলো: (ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স) পানিতে দ্রবীভূত হয়ে বা ভেঙ্গে দেহে শোষিত হয় বা কাজে লাগে এবং অতিরিক্ত ভিটামিন প্রসাবের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়। ভিটামিন সি হলো দেহের জন্য অত্যাবশ্যকীয় একটি পুষ্টি উপাদান।

ভিটামিন সি তে গুরুত্বপূর্ণ এন্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, যেটি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। ভিটামিন সি দেহ নিজে থেকে তৈরি করতে পারে না। পানিতে দ্রবীভূত ভিটামিন হওয়ার কারণে ভিটামিন সি দেহে সঞ্চিত অবস্থায় থাকে না। তাই ভিটামিন সি এর চাহিদা মেটাতে খাবার ও সাপ্লিমেন্ট এর মাধ্যমে পূরণ করতে হয়।

ভিটামিন সি এর কাজ

দেহের সার্বিক সুস্থতার জন্য ভিটামিন সি অপরিহার্য ভূমিকা পালন করে। ভিটামিন সি এর কাজ ও ভিটামিন সি এর উপকারিতা গুলো দেওয়া হলো:
কোষ বা টিস্যুকে রক্ষা করে- ভিটামিন সি তে রয়েছে অত্যাবশ্যকীয় এন্টিঅক্সিডেন্ট, যেটি কোষের ক্ষতিসাধন হওয়া থেকে রক্ষা করে। ভিটামিন সি দেহে অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে ও ফ্রি রেডিক্যাল অণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে। ফ্রি রেডিক্যাল অণু হলো একধরনের বিপজ্জনক অণু যার কারণে ক্যান্সার, হৃদরোগ ও আর্থ্রাইটিস এর মতো প্রাণঘাতি রোগ হয়ে থাকে। এছাড়া ভিটামিন সি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
ক্ষতস্থান দ্রুত নিরাময় করে- ভিটামিন সি গ্রহণ করলে দেহে কোলাজেন এর উৎপাদন বৃদ্ধি পায়। কোলাজেন হলো একধরনের প্রোটিন যা আমাদের ত্বক, মাংসপেশী ও টিস্যুতে বিদ্যমান থাকে। কোলাজেন ত্বক ভালো রাখে ও ত্বকের যেকোনো ক্ষতস্থান দ্রুত সারিয়ে তুলতে সাহায্য করে।

চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে- ভিটামিন সি আমাদের দৃষ্টি ভালো রাখতে সহায়তা করে। ভিটামিন সি Age-related macular degeneration (AMD) রোগ প্রতিরোধ করতে সহায়তা করে। এটি একটি চোখের রোগ বা ব্যাধি যার ফলে বয়স্ক মানুষদের চোখের দৃষ্টি ঝাপসা বা অস্পষ্ট হতে থাকে।

ত্বক ভালো রাখে- ভিটামিন সি ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে অত্যন্ত কার্যকারী ভূমিকা পালন করে। বর্তমানে বেশিরভাগ কোম্পানি গুলো তাদের স্কিন কেয়ার প্রোডাক্ট, যেমন: সিরাম, সানস্ক্রিন এ ভিটামিন সি যুক্ত করেন। ভিটামিন সি ত্বকে বার্ধক্যজনিত ছাপ, যেমন: বলিরেখা, চোখের নিচে কালো দাগ ইত্যাদি কমাতে সাহায্য করে।

ডায়েবিটিস নিয়ন্ত্রনে রাখে- গবেষকরা কিছু সংখ্যক মানুষের উপর গবেষণা করেন, ভিটামিন সি সাপ্লিমেন্ট গ্রহণ করলে এটি তাদের রক্তে গ্লুকোজের মাত্রায় কোনো প্রভাব ফেলতে পারবে কি না। ফলাফল হিসেবে তারা দেখতে পান, ভিটামিন সি গ্রহণের ফলে তাদের রক্তে গ্লুকোজ ও উচ্চ রক্তচাপ এর মাত্রা কিছুটা কমেছে।
দেহে আয়রন শোষণ করে- ভিটামিন সি দেহে আয়রন শোষণ ও সরবরাহ করতে সাহায্য করে। আয়রন সাধারণত বিভিন্ন উদ্ভিজ্জ উৎস, যেমন: পালং শাক ও মটরশুটিতে পাওয়া যায়। কিন্তু আয়রন এ এমন কিছু উপাদান থাকে যার কারণে দেহ এটিকে সহজে শোষণ করতে পারে না। তাই অনেক ক্ষেত্রে ডাক্তাররা ভিটামিন সি এর সাথে আয়রন গ্রহণ করার পরামর্শ দিয়ে থাকেন।

ভিটামিন সি এর উৎস। ভিটামিন সি জাতীয় ফলের নাম

ভিটামিন সি এর অন্যতম প্রধান উৎস হলো ফলমূল ও শাকসবজি। বিভিন্ন প্রকারের ফলমূল ও শাকসবজি পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করলে সহজেই ভিটামিন সি এর দৈনিক চাহিদা পূরণ করা সম্ভব। ভিটামিন সি এর উৎসগুলো দেওয়া হলো:
ভিটামিন সি এর উৎস
  • ফলমূল- লেবু, পেয়ারা, লিচু, কমলা লেবু, টমেটো, পেঁপে, আনারস, আম, জাম্বুরা, কিউই, স্ট্রবেরি, চেরি ফল, জাম, ইত্যাদি।
  • সবজি- কাঁচা মরিচ, আলু, ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি।

ভিটামিন সি এর অভাবে কি হয়

ভিটামিন সি হলো অত্যাবশ্যকীয় একটি পুষ্টি উপাদান। ভিটামিন সি এর চাহিদা পূরণ করতে প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই ভিটামিন সমৃদ্ধ খাবার গুলো যুক্ত করা উচিত। দেহে ভিটামিন সি এর অভাব দেখা দিলে বেশ কিছু উপসর্গ দেখা দিতে পারে। ভিটামিন সি এর অভাবে কি হয় তা আলোচনা করা হলো:
  • ভিটামিন সি এর অভাবে দেহের রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে যায়।
  • ভিটামিন সি এর অভাব দেখা দিলে যেকোন ক্ষতস্থান দ্রুত নিরাময় হয় না।
  • ভিটামিন সি এর অভাবে কোলাজেন নামক প্রোটিনের উৎপাদন কমে যায়। কোলাজেন আমাদের ত্বক, চুল, মাংসপেশী, হাড়, রক্তশিরা সুস্থ রাখতে সাহায্য করে।
  • ভিটামিন সি এর অভাবে দেহের রক্তশিরা গুলো ভঙ্গুর ও দূর্বল হয়ে ফেটে যায়।
  • ভিটামিন সি এর অভাবে keratosis pilaris নামক ত্বকের সংক্রমণ দেখা দেয়। যার ফলে ত্বক শুষ্ক হয়ে যায় ও ত্বকে বিভিন্ন ধরনের বাম্পস (ব্রণ) দেখা দেয়। এছাড়াও ত্বকে বলিরেখা ও রুক্ষতা দেখা দেয়।
  • ভিটিামিন সি এর অভাবে দেহের বিভিন্ন জয়েন্টে ব্যথা ও রক্তক্ষরণ হতে পারে।
  • পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি গ্রহণ না করলে দেহের হাড়গুলো দূর্বল হয়ে যায় ও অস্টিওপোরোসিস এর মতো হাড়ের ব্যাধি দেখা দিতে পারে।
  • ভিটামিন সি এর অভাবে দাঁতের মাড়ি থেকে রক্তপাত হয় ও দাঁতের ক্ষতি হয়।
  • দেহে ভিটামিন সি এর ঘাটতি দেখা দিলে ক্লান্তিভাব, মানসিক অবসাদ বা ডিপ্রেশন দেখা দেয়।

ভিটামিন সি ট্যাবলেট এর নাম

বাজারে বিভিন্ন ব্র্যান্ড ও জেনেরিক নামের ভিটামিন সি ট্যাবলেট পাওয়া যায়। নিচে বহুল পরিচিত ১০ টি ভিটামিন সি ট্যাবলেট এর নাম দেওয়া হলো:
ভিটামিন সি ট্যাবলেট এর নাম
  • Ceevit 250 mg (Square Pharmaceuticals PLC)
  • Ascovit 250 mg (Pharmadesh Laboratories Ltd.)
  • Ascoson 250 mg (Jayson Pharmaceuticals Ltd.)
  • Ascorin 250 mg (Bristol Pharmaceuticals Ltd.)
  • Cecon 250 mg (ACME Laboratories Ltd.)
  • Ceemet 250 mg (Medimet Pharmaceuticals Ltd.)
  • C- Vitera 250 mg (Millat Pharmaceuticals Ltd.)
  • C- Lemon 250 mg (Zenith Pharmaceuticals Ltd.)
  • Cevalin 250 mg (Biopharma Limited)
  • DC- Vit C 250 mg (Desh Pharmaceuticals Ltd.)

ভিটামিন সি ট্যাবলেট খাওয়ার নিয়ম

যেকোন ভিটামিন সাপ্লিমেন্ট সেবনের পূর্বে অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আপনার আসলেই ভিটামিন সি ট্যাবলেট খাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে কি না এ সম্পর্কে নিশ্চিত হবার পরেই ভিটামিন সি ট্যাবলেট গ্রহণ করুন। ভিটামিন সি ট্যাবলেট খাওয়ার নিয়ম হলো- প্রতিদিন ১-২ টি ট্যাবলেট বা সর্বোচ্চ ২০০০ মি.গ্রা (৪ টি ট্যাবলেট।

ভিটামিন সি ট্যাবলেট এর উপকারিতা

যেকোন পুষ্টি উপাদানের চাহিদা খাবারের মাধ্যমে পূরণ না হলে সেটি সাপ্লিমেন্ট বা ঔষধ আকারেও সেবন করা যায়। এক্ষেত্রে ভিটামিন সি এর চাহিদা মেটাতে ভিটাসিন সি ট্যাবলেট এর উপকারিতা রয়েছে। ভিটামিন সি ট্যাবলেট এর উপকারিতা গুলো হলো:
  • ভিটামিন সি ট্যাবলেট দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
  • দেহে অক্সিডেটিভ স্ট্রেস কমাতে ও ফ্রি রেডিক্যাল অণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ভিটামিন সি ট্যাবলেট এর উপকারিতা রয়েছে।
  • ভিটামিন সি ট্যাবলেট গ্রহণ করলে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায়।
  • উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ভিটামিন সি ট্যাবলেট এর উপকারিতা দেখা গেছে।
  • ভিটামিন সি ট্যাবলেট দেহে আয়রন এর ঘাটতি পূরণ করতে সহায়তা করে।
  • স্মৃতিশক্তি ও চিন্তাভাবনা করার সক্ষমতা বৃদ্ধিতেও ভিটামিন সি ট্যাবলেট এর উপকারিতা রয়েছে।
Source: MedEx, Healthline, Medical News Today.

লেখকের মন্তব্য

প্রিয় পাঠক, আশা করছি আপনি ভিটামিন সি এর কাজ, ভিটামিন সি এর উৎস, ভিটামিন সি জাতীয় ফলের নাম, ভিটামিন সি এর অভাবে কি হয়, ভিটামিন সি ট্যাবলেট এর উপকারিতা, এই সকল বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন ও উপকৃত হয়েছেন। যদি আপনার এই ধরনের বিশ্বস্ত ও তথ্যপূর্ণ আর্টিকেল পড়তে ভালো লাগে, তাহলে আমাদের ওয়েবসাইটটি ফলো করতে পারেন।

কারণ আমরা এই ধরনের আর্টিকেল নিয়মিত প্রকাশ করে থাকি। আপনার কোন পরামর্শ বা মন্তব্য থাকলে কমেন্ট করে জানাতে পারেন। যদি এই আর্টিকেলটি পড়ে আপনি উপকৃত হয়ে থাকেন, তাহলে আপনার প্রিয়জন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। এতক্ষণ মনোযোগ সহকারে আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url