bangladeshi app প্রতিদিন 1000 টাকা ইনকাম পেমেন্ট বিকাশ
আপনি কি bangladeshi app প্রতিদিন 1000 টাকা ইনকাম পেমেন্ট বিকাশ সম্পর্কে জানতে
চাচ্ছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। bangladeshi app প্রতিদিন 1000 টাকা
ইনকাম পেমেন্ট বিকাশ এ নিতে আজকের উল্লিখিত অ্যাপগুলোতে কাজ করতে পারেন।
বাংলাদেশে এমন বেশ কিছু বিশ্বস্ত অ্যাপ রয়েছে যেখানে কাজ করার মাধ্যমে আপনি
প্রতিদিন 1000 টাকা ইনকাম করতে পারবেন।
তাই আপনি যদি ঘরে বসে নিজের অবসর সময়কে কাজে লাগিয়ে bangladeshi app প্রতিদিন
1000 টাকা ইনকাম পেমেন্ট বিকাশ এ নিতে আগ্রহী হন, তাহলে সম্পূর্ণ আর্টিকেলটি
মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইলো। আজকের এই আর্টিকেলে আমরা ১৫ টি বাংলাদেশী অ্যাপ
সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করবো যে অ্যাপ গুলোতে কাজ করার মাধ্যমে আপনিও
প্রতিদিন 1000 টাকা আয় করে বিকাশে পেমেন্ট নিতে পারবেন।
কনটেন্ট সূচিপত্রঃ bangladeshi app প্রতিদিন 1000 টাকা ইনকাম পেমেন্ট বিকাশ
- bangladeshi app প্রতিদিন 1000 টাকা ইনকাম পেমেন্ট বিকাশ
- বিকাশ bKash অ্যাপ
- নগদ Nagad অ্যাপ
- দারাজ Daraz অ্যাপ
- ফুড পান্ডা Foodpanda অ্যাপ
- পাঠাও Pathao অ্যাপ
- বিক্রয় ডটকম Bikroy অ্যাপ
- লুডো সার্কেল Ludo Circle অ্যাপ
- স্মল ওয়ার্কার Small Worker অ্যাপ
- পিক মাই ওয়ার্ক PickMyWork অ্যাপ
- পকেট লিগ Pocket League অ্যাপ
- অ্যাডমব AdMob অ্যাপ
- আমাজন Amazon অ্যাপ
- ভিড ক্যাশ VidCash অ্যাপ
- স্প্রাউটগিগস SproutGigs অ্যাপ
- মিশো Meesho অ্যাপ
- লেখকের মন্তব্য
bangladeshi app প্রতিদিন 1000 টাকা ইনকাম পেমেন্ট বিকাশ
বর্তমান সময়ে স্মার্টফোন ব্যবহার করেন না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল।
তথ্যপ্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে তরুণ প্রজন্ম থেকে শুরু করে বর্তমানে প্রায়
সকল বয়স ও শ্রেণীর মানুষ স্মার্টফোন ব্যবহার করেন। কিন্তু আপনি কি জানেন, আপনি
চাইলেই আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে প্রতিদিন 1000 টাকা ইনকাম করে
বিকাশ কিংবা অন্যান্য মোবাইল পেমেন্ট মেথড, যেমন: নগদ, রকেট ইত্যাদির মাধ্যমে
পেমেন্ট নিতে পারবেন।
কিন্তু কোন কোন অ্যাপের মাধ্যমে প্রতিদিন 1000 টাকা আয় করা যায় তা সম্পর্কে আমরা
অনেকেই জানিনা। মূলত তাদের উদ্দেশ্যেই আমাদের আজকের এই আর্টিকেলটি সাজানো হয়েছে।
তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক, ১৫ টি bangladeshi app প্রতিদিন 1000
টাকা ইনকাম পেমেন্ট বিকাশ নিতে পারবেন:
- বিকাশ bKash
- নগদ Nagad
- দারাজ Daraz
- ফুড পান্ডা Foodpanda
- পাঠাও Pathao
- বিক্রয় ডটকম Bikroy
- লুডো সার্কেল Ludo Circle
- স্মল ওয়ার্কার Small Worker
- পিক মাই ওয়ার্ক PickMyWork
- পকেট লিগ Pocket League
- অ্যাডমব AdMob
- আমাজন Amazon
- ভিড ক্যাশ VidCash
- স্প্রাউটগিগস SproutGigs
- মিশো Meesho
বিকাশ bKash অ্যাপ
বিকাশ অ্যাপের সাথে আমরা সকলেই পরিচিত। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়
মোবাইল ব্যাংকিং অ্যাপ হিসেবে পরিচিত বিকাশ অ্যাপ থেকে প্রতিদিন ইনকাম করা যায়।
কিন্তু বিকাশ অ্যাপের মাধ্যমে কিভাবে আয় করা যায় এ সম্পর্কে অনেকেই জানেন না।
আপনি যদি বিকাশ অ্যাপের মাধ্যমে কিভাবে আয় করা যায় তা সম্পর্কে না জেনে থাকেন,
তাহলেও চিন্তার কোনো কারণ নেই।
আমরা আপনাকে জানাবো কিভাবে কিছু সহজ উপায়ে বিকাশ অ্যাপ থেকে আপনি টাকা আয় করতে
পারবেন। সর্বপ্রথম আপনি বিকাশ অ্যাপ টি আপনার স্মার্টফোনে ইনস্টল করে ফেলুন। আপনি
গুগল প্লে-স্টোর থেকে সহজেই বিকাশ অ্যাপ ইনস্টল করতে পারবেন। এবার আপনার একটি
বিকাশ একাউন্ট খুলে ফেলুন।
বিকাশ একাউন্ট খোলার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন ২৫ টাকা ক্যাশব্যাক। এছাড়াও
বিকাশ অ্যাপ রেফার করেও আপনি টাকা আয় করতে পারবেন। আপনার পরিচিত বন্ধুবান্ধবদের
কাছে বিকাশ অ্যাপ রেফার করুন। আপনার রেফারেল এর মাধ্যমে কেউ যদি বিকাশ একাউন্ট
তৈরি করে, তাহলে প্রতিটি রেফারেল এর বিনিময়ে আপনি ২৫-১০০ টাকা পর্যন্ত আয় করার
সুযোগ পাবেন।
আশা করছি বিকাশ অ্যাপ এর মাধ্যমে কিভাবে ইনকাম করা যায় তা বুঝতে পেরেছেন। আপনি
চাইলে এইভাবে প্রতিদিন 1000 টাকা আয় করে পেমেন্ট বিকাশে নিতে পারবেন।
নগদ Nagad অ্যাপ
বিকাশ অ্যাপ এর পরে বাংলাদেশের আরো একটি জনপ্রিয় লেনদেনের মাধ্যম হলো নগদ অ্যাপ।
এই কথাটি শুনে অনেকেই হয়তো অবাক হয়েছেন এবং ভাবছেন যে নগদ অ্যাপ এর মাধ্যমে আবার
কিভাবে টাকা আয় করা সম্ভব? আপনি চাইলে অবশ্যই সম্ভব। বিকাশ অ্যাপ এর মতো নগদ
অ্যাপ এ একাউন্ট তৈরি করেও আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন এবং বন্ধুদের সাথে রেফার
করে কিছু টাকা আয় করতে পারবেন।
নগদ অ্যাপ থেকে প্রতিদিন আয় করার বিভিন্ন উপায় রয়েছে। যেমন: বিজ্ঞাপন দেখে, গেম
খেলে, ভিডিও দেখে ইত্যাদি। তবে, প্রাথমিক পর্যায়ে নগদ অ্যাপ থেকে সরাসরি টাকা
পাওয়া যায় না। এটি সাধারণ বিভিন্ন পয়েন্ট বা ডলার আকারে আসতে পারে। তবে পরবর্তিতে
আপনি এই অ্যাপ এর মাধ্যমে উইথড্র করে নিতে পারবেন। আশা করছি, নগদ অ্যাপ থেকে
কিভাবে আয় করা যায় তা বুঝতে পেরেছেন।
দারাজ Daraz অ্যাপ
bangladeshi app প্রতিদিন 1000 টাকা ইনকাম পেমেন্ট বিকাশ এরকম অ্যাপ গুলোর মধ্যে
একটি হলো দারাজ। বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় ই- কমার্স প্লাটফর্ম হিসেবে
খ্যাত দারাজ অ্যাপ থেকেও আপনি চাইলে প্রতিদিন টাকা ইনকাম করতে পারবেন। দারাজ
অ্যাপ থেকে বিভিন্ন উপায়ে টাকা ইনকাম করা যায়।
উদাহরণস্বরুপ, আপনি যদি একজন অ্যাফিলিয়েট মার্কেটার হয়ে থাকেন, তাহলে দারাজ এর
অ্যাফিলিয়েট প্রোগামে জয়েন হয়ে তাদের পণ্য বিক্রি করে কমিশন বা টাকা ইনকাম করতে
পারবেন। এছাড়াও দারাজ যেহেতু সমগ্র বাংলাদেশ ব্যাপী তাদের পণ্য গ্রাহকদের নিকট
ডেলিভারি দিয়ে থাকে, তাই দারাজ এ ডেলিভারি ম্যান এর প্রচুর প্রয়োজনীয়তা
রয়েছে।
আপনি চাইলে একজন ডেলিভারি ম্যান হিসেবেও দারাজ এর প্রোডাক্ট ডেলিভারি দিয়ে
প্রতিদিন 1000 টাকা ইনকাম পেমেন্ট বিকাশ করে নিতে পারবেন। আবার, বর্তমানে অনেকেই
সেলার একাউন্ট তৈরি করে তাদের প্রোডাক্টগুলো সেল বা বিক্রি করছেন এবং টাকা ইনকাম
করছেন। আশা করছি দারাজ অ্যাপ এর মাধ্যমে কিভাবে ইনকাম করবেন বুঝতে পেরেছেন।
ফুড পান্ডা Foodpanda অ্যাপ
ফুড পান্ডা অ্যাপে এ কাজ করেও আপনি চাইলে প্রতিদিন 1000 টাকা ইনকাম পেমেন্ট বিকাশ
এ নিতে পারবেন। ফুড পান্ডা অ্যাপ এর সাথে আমরা কমবেশি সকলেই পরিচিত। আপনি ফুড
পান্ডাতে একজন রাইডার ম্যান হিসেবে পার্ট টাইম কাজ করতে পারেন। ফুড ডেলিভারি
দেওয়ার জন্য আপনাকে বিভিন্ন জায়গায় যেতে হবে।
সেক্ষেত্রে আপনার অবশ্যই মটর সাইকেল বা সাইকেল থাকতে হবে। খুব সহজেই ফুড পান্ডা
অ্যাপ এ ডেলিভারি ম্যান হিসেবে কাজ করার জন্য রেজিস্ট্রেশন করা যায়। সিম্পলি ফুড
পান্ডা অ্যাপটি ইনস্টল করুন। তারপর আপনার সঠিক তথ্য দিয়ে একাউন্ট তৈরি করুন এবং
ফুড পান্ডা অ্যাপে রেজিস্ট্রেশন করে রাইডার ম্যান হিসেবে কাজ শুরু করে দিন। আশা
করছি, ফুড পান্ডা bangladeshi app প্রতিদিন 1000 টাকা ইনকাম পেমেন্ট বিকাশ এ
কিভাবে নিতে পারবেন বুঝতে পেরেছেন।
পাঠাও Pathao অ্যাপ
আপনার যদি শুধুমাত্র একটি বাইক থাকে, তাহলেই আপনি একজন পাঠাও রাইডার হিসেবে কাজ
করতে পারবেন। পাঠাও রাইডার হিসেবে কাজ করে আপনি প্রতিদিন 1000 টাকা ইনকাম করতে
পারবেন। এই কাজটি করার জন্য আপনার প্রয়োজন হবে একটি স্মার্টফোন এবং সচল ইন্টারনেট
এর। পাঠাও অ্যাপ এ কাজ করার জন্য সর্বপ্রথম পাঠাও অ্যাপ টি ইনস্টল করে নিন।
তারপর, আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে পাঠাও অ্যাপে রেজিস্ট্রেশন করে ফেলুন। তবে
পাঠাও রাইডার হিসেবে কাজ করার জন্য আপনার অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং
ভালো ড্রাইভিং স্কিল থাকতে হবে।
বিক্রয় ডটকম Bikroy অ্যাপ
বিক্রয় ডটকম অ্যাপ এর মাধ্যমে খুব সহজেই প্রতিদিন 1000 টাকা ইনকাম পেমেন্ট বিকাশ
এ নিতে পারবেন। এই অ্যাপ থেকে ইনকাম করার জন্য বিক্রয় ডটকম এর ওয়েবসাইটে গিয়ে
আপনার অব্যবহৃত বিভিন্ন সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র বিক্রির বিজ্ঞাপন দিন।
যেকোন পণ্য বিক্রির পূর্বে বিক্রয় ডট কম অ্যাপে অন্যান্য বিক্রেতারা সেই পণ্য কত
টাকায় বিক্রি করেছে তা লক্ষ্য করুন। আপনি তাদের চাইতে অতিরিক্ত এক থেকে দুই হাজার
টাকা বেশি দামে বিক্রি করে সহজেই প্রতিদিন 1000 টাকা ইনকাম করতে পারবেন।
লুডো সার্কেল Ludo Circle অ্যাপ
bangladeshi app প্রতিদিন 1000 টাকা ইনকাম পেমেন্ট বিকাশ এ নিতে পারবেন লুডো
সার্কেল অ্যাপ এর মাধ্যমে। লুডো সার্কেল খুবই জনপ্রিয় একটি অ্যাপস এবং প্রতিনিয়ত
এর ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে। লুডো সার্কেল হলো মূলত একটি অনলাইন লুডো
গেম। আমরা সাধারণত ফ্রি সময়ে বিনোদনের জন্য পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে
লুডো খেলি।
আপনি লুডো সার্কেল গেম খেলে প্রতিদিন টাকা ইনকাম করতে পারবেন। এছাড়াও মাঝে মাঝে
কিছু প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট এ অংশগ্রহণ করার মাধ্যমেও আপনি টাকা ইনকাম করে
বিকাশে পেমেন্ট নিতে পারবেন। আশা করছি, লুডো সার্কেল অ্যাপের মাধ্যমে কিভাবে
ইনকাম করা যায় তা বুঝতে পেরেছেন।
স্মল ওয়ার্কার Small Worker অ্যাপ
bangladeshi app প্রতিদিন 1000 টাকা ইনকাম পেমেন্ট বিকাশ এ নেওয়া যায় এরকম আরো
একটি অ্যাপ হলো স্মল ওয়ার্কার। অ্যাপের নাম শুনেই হয়তো বুঝতে পারছেন, এই অ্যাপে
আপনি অনলাইনের বিভিন্ন ছোট ছোট কাজ বা মাইক্রোজব করে টাকা ইনকাম করতে পারবেন।
মাইক্রোজব অ্যাপে কাজ করার জন্য প্রথমে অ্যাপটি ইনস্টল করে রেজিস্ট্রেশন করে নিন।
এরপর আপনি এই অ্যাপে বিভিন্ন ফ্রিল্যান্স মাইক্রোজব করতে পারবেন। যেমনঃ ডাটা
এন্ট্রি, কনটেন্ট রাইটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ভয়েস ওভার ইত্যাদি।
এই কাজগুলো করে আপনি অনায়াসে প্রতিদিন 1000 টাকা ইনকাম করতে পারবেন।
পিক মাই ওয়ার্ক PickMyWork অ্যাপ
পিক মাই ওয়ার্ক অ্যাপ হলো বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি টাকা ইনকাম করার অ্যাপ।
আপনি পিক মাই ওয়ার্ক অ্যাপ এ কাজ করে প্রতিদিন 1000 ইনকাম পেমেন্ট বিকাশ এ নিতে
পারবেন। এই অ্যাপটি ও স্মল ওয়ার্কার অ্যাপ এর মতো বিভিন্ন মাইক্রোজব আপনাকে অফার
করে থাকে।
আপনি সেই কাজগুলো খুবই অল্প সময়ের মধ্যে কমপ্লিট করে প্রতিদিন ১০ থেকে ২০ ডলার
ইনকাম করতে পারবেন, যা আমাদের বাংলাদেশি টাকায় রুপান্তর করলে প্রায় দুই থেকে আড়াই
হাজার টাকার মতো। পিক মাই ওয়ার্ক অ্যাপে কাজ করে টাকা ইনকাম করা জন্য এই অ্যাপটি
প্রথমে ইনস্টল করে নিন।
তারপরে রেজিস্ট্রেশন করে পিক মাই ওয়ার্ক অ্যাপে কাজ শুরু করতে পারবেন এবং
প্রতিদিন ইনকাম করতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন, কিভাবে পিক মাই ওয়ার্ক
অ্যাপ থেকে টাকা ইনকাম করবেন।
পকেট লিগ Pocket League অ্যাপ
পকেট লিগ হলো গেমিং করার জন্য এমন একটি প্লাটফর্ম বা অ্যাপ যার মাধ্যমে আপনি
প্রতিদিন 1000 টাকা ইনকাম পেমেন্ট বিকাশ এ নিতে পারবেন। পকেট লিগ মোবাইল অ্যাপে
ফুটবলসহ বিভিন্ন ই- স্পোর্ট প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে আপনি টাকা ইনকাম
করার সুযোগ পাবেন।
আপনি যদি পকেট লিগ অ্যাপ টি ইনস্টল করার পরে সেখানে একটি একাউন্ট তৈরি করেন,
তাহলে সেখান থেকে প্রতিদিন ফ্রি কয়েন উপহার পাবেন। আর এই কয়েন গুলো বিক্রি করে
আপনি পকেট লিগ অ্যাপ থেকে টাকা ইনকাম করতে পারবেন।
অ্যাডমব AdMob অ্যাপ
অ্যাডমব হলো গুগলের একটি বিজ্ঞাপন প্লাটফর্ম, যার মাধ্যমে গুগল মোবাইল অ্যাপ
গুলোতে বিজ্ঞাপন দেখিয়ে টাকা ইনকাম করে থাকে। আপনারা হয়তো জানেন ওয়েবসাইট ও
ইউটিউবে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে বিজ্ঞাপন দেখিয়ে গুগল আয় করে, ঠিক তেমনিভাবে
অ্যান্ড্রয়েড অ্যাপ গুলোতে অ্যাডমব এর মাধ্যমে বিজ্ঞাপন দেখিয়ে গুগল আয়
করে।
অ্যাডমব এর মাধ্যমে অ্যাপ ডেভেলপাররা আয় করে থাকে। একজন মোবাইল অ্যাপ ডেভেলপার
নিম্নোক্ত উপায়ে অ্যাডমব অ্যাপ থেকে আয় করে:
বিজ্ঞাপন দেখিয়েঃ আপনি আপনার মোবাইল অ্যাপে অ্যাডমব বিজ্ঞাপন চালু করতে
পারেন। আপনি আপনার অ্যাপের বিভিন্ন স্থানে বিজ্ঞাপন স্থাপন করতে পারেন, যাতে করে
গুগল আপনার অ্যাপে বিজ্ঞাপন দেখাতে পারে। যখন আপনার অ্যাপে কেউ বিজ্ঞাপন দেখবে,
তখন আপনি গুগল এর নীতিমালা অনুযায়ী ইনকামের একটি নির্দিষ্ট অংশ কমিশন পাবেন।
বিজ্ঞাপন প্লেসমেন্ট করেঃ আপনি আপনার অ্যাপের সাথে সংশ্লিষ্ট বিজ্ঞাপন
গুলোর প্লেসমেন্ট বা স্থান নিবার্চন করতে পারবেন যেটি আপনার পাবলিক নীতিমালা গুলো
মেনে আপনার সার্ভিসে আগ্রহী কাস্টমারদের প্রদর্শিত করা হবে। এই বিজ্ঞাপন গুলো
আপনার অ্যাপে দেখানো হবে এবং ব্যবহারকারীদের বিজ্ঞাপনে ক্লিক করার মাধ্যমে আপনি
টাকা ইনকাম করে পেমেন্ট নিতে পারবেন। আশা করছি অ্যাডমব অ্যাপ থেকে কিভাবে আয়
করবেন তা বুঝতে পেরেছেন।
আমাজন Amazon অ্যাপ
দারাজ অ্যাপ এর মতো আমাজন অ্যাপ ও একটি অ্যাফিলিয়েট ই-কমার্স প্লাটফর্ম। বর্তমানে
আমাজন পৃথিবীর সবচেয়ে বড় ই-কমার্স প্লাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত। আপনি আমাজন এর
অ্যাফিলিয়েট প্রোগামে তালিকাভুক্ত হয়েও প্রতিদিন 1000 টাকা ইনকাম পেমেন্ট বিকাশ এ
কিংবা অন্যান্য মোবাইল ব্যাংকিং অ্যাপ এর মাধ্যমেও নিতে পারবেন।
আমাজন অ্যাপ থেকে টাকা ইনকাম করার জন্য আপনাকে আমাজন অ্যাপ টি ইনস্টল করে নিতে
হবে। তারপরে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম, যেমনঃ ফেসবুক, ইনস্টাগ্রাম,
ইউটিউব ইত্যাদিতে আমাজন অ্যাপের প্রোডাক্ট এর মার্কেটিং ও বিক্রি করে টাকা ইনকাম
করতে পারবেন।
ভিড ক্যাশ VidCash অ্যাপ
অনলাইন থেকে টাকা ইনকাম করার আরেকটি জনপ্রিয় অ্যাপের নাম হলো ভিড ক্যাশ অ্যাপ।
ভিড ক্যাশ অ্যাপের নাম শুনেই হয়তো বুঝতে পারছেন, এটি একটি ভিডিও- ভিত্তিক অ্যাপ।
এই অ্যাপে আপনি ভিডিও দেখে টাকা ইনকাম করতে পারবেন। ভিড ক্যাশ অ্যাপে কাজ করার
জন্য আপনার কোনো পূর্ব অভিজ্ঞতা বা দক্ষতার প্রয়োজন নেই।
ভিড ক্যাশ অ্যাপে ভিডিও দেখার মাধ্যমে আপনি ফ্রি কয়েন বা মুদ্রা সংগ্রহ করতে
পারবেন। এই অ্যাপে আপনাকে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়সীমার ভিডিও দেখার টাস্ক
দেওয়া হবে। আপনি যদি সেই টাস্ক গুলো পূরণ করতে পারেন, তাহলে আপনি কয়েন উপার্জন
করতে পারবেন এবং কয়েন গুলো বিক্রি করে প্রতিদিন 1000 টাকা ইনকাম পেমেন্ট বিকাশ এ
নিতে পারবেন।
স্প্রাউটগিগস SproutGigs অ্যাপ
স্প্রাউটগিগস হলো একটি মোবাইল অ্যাপ ও ফ্রিল্যান্স মার্কেটপ্লেস, যার মাধ্যমে
আপনি পৃথিবীর বিভিন্ন স্থানের ফ্রিল্যান্সার এবং বিজনেস মালিকদের সাথে সংযুক্ত
হতে পারবেন। এই অ্যাপে আপনি মাইক্রোজব করে প্রতিদিন প্রতিদিন হাজার হাজার টাকা
ইনকাম করতে পারবেন। এছাড়াও স্প্রাউটগিগস অ্যাপে রেফার করেও টাকা ইনকাম করা
যায়।
আপনার রেফারেল কোড ব্যবহার করে কেউ যদি স্প্রাউটগিগস অ্যাপ এর সার্ভিস ক্রয় করে,
তাহলে প্রতিটি রেফারেল এর বিনিময়ে আপনি ৫% কমিশন পাবেন। স্প্রাউটগিগস অ্যাপ এ কাজ
করার জন্য প্লে স্টোর থেকে এই অ্যাপটি ইনস্টল করে ফেলুন। তারপরে ফ্রিতে একাউন্ট
তৈরি করে ভেরিফাই করে নিন। এই অ্যাপ এ আপনি বিভিন্ন ধরনের কাজ পেয়ে যাবেন। সেই
কাজগুলো করে সহজেই বিকাশ বা অন্যান্য পেমেন্ট মেথড এ টাকা নিতে পারবেন।
মিশো Meesho অ্যাপ
মিশো অ্যাপ এর মাধ্যমে আপনি সম্পূর্ণ ঘরে বসে প্রতিদিন টাকা ইনকাম করতে পারবেন।
মিশো হলো বর্তমানে একটি জনপ্রিয় অনলাইন শপিং অ্যাপ। তবে, মিশো একটি ইন্ডিয়ান
রিসেলিং অ্যাপ। মিশো অ্যাপ থেকে প্রতিদিন ইনকাম করার জন্য সর্বপ্রথমে মিশো অ্যাপ
টি ইনস্টল করে নিন। তারপরে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে একাউন্ট তৈরি করে
ফেলুন।
মিশো অ্যাপের ভিতরে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্টস দেখতে পাবেন। তার মধ্যে থেকে
যে প্রোডাক্টটি আপনি রিসেল বা বিক্রি করতে চান, সেই প্রোডাক্টটির ছবি এবং তথ্য
সোশ্যাল মিডিয়ায় আপনার পরিচিত বন্ধুবান্ধব ও কাস্টমারের সাথে শেয়ার করুন।
এরপর, তারা যদি আপনার কাছে থেকে সেই প্রোডাক্টটি কেনে, তাহলে আপনি মিশো অ্যাপ এর
দেওয়া নির্ধারিত মূল্যের চেয়ে ১০০-২০০ টাকা বেশি দামে বিক্রি করে লভ্যাংশ আপনার
কাছে রেখে দিন। এভাবে আপনি মিশো অ্যাপ থেকে প্রতিদিন 1000 টাকা ইনকাম পেমেন্ট
বিকাশ এ নিতে পারবেন।
লেখকের মন্তব্য
প্রিয় পাঠক, আশা করছি আপনি bangladeshi app প্রতিদিন 1000 টাকা ইনকাম পেমেন্ট বিকাশ এ নিতে পারবেন তা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন ও উপকৃত হয়েছেন। যদি আপনার এই ধরনের বিশ্বস্ত ও তথ্যপূর্ণ আর্টিকেল পড়তে ভালো লাগে, তাহলে আমাদের ওয়েবসাইটটি ফলো করতে পারেন।
কারণ আমরা এই ধরনের আর্টিকেল নিয়মিত প্রকাশ করে থাকি। আপনার কোন পরামর্শ বা মন্তব্য থাকলে কমেন্ট করে জানাতে পারেন। যদি এই আর্টিকেলটি পড়ে আপনি উপকৃত হয়ে থাকেন, তাহলে আপনার প্রিয়জন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। এতক্ষণ মনোযোগ সহকারে আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url