fexo 120 কেন খায়- ফেক্সো ১২০ এর পার্শ্বপ্রতিক্রিয়া

fexo 120 কেন খায় তা সম্পর্কে আমরা অনেকেই জানিনা। fexo 120 কেন খায় সে সম্পর্কে আপনার জানা থাকলে আপনি ঘরে বসে বিভিন্ন রোগের চিকিৎসা করতে পারবেন। অপরদিকে আপনি যদি fexo 120 কেন খায় তা সম্পর্কে ভালোভাবে না জেনে সেবন করেন তাহলে আপনার বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। 
fexo 120 কেন খায়- ফেক্সো ১২০ এর পার্শ্বপ্রতিক্রিয়া


তাই আজকের এই আর্টিকেলে fexo 120 কেন খায়, fexo 120 এর কাজ কি, ফেক্সোফেনাডিন খাওয়ার নিয়ম, ফেক্সো ১২০ এর পার্শ্বপ্রতিক্রিয়া এই সকল বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত বর্ণনা ও গাইডলাইন দেওয়া হবে। তাই সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইলো।

ভূমিকা

ফেক্সোফেনাডিন হলো একটি অ্যান্টিহিসটামিন। এই ঔষধটি আমাদের শরীরে এলার্জি সংক্রান্ত লক্ষণগুলোর জন্য দায়ী হিস্টামিন নামক প্রাকৃতিক রাসায়নিক পদার্থকে ব্লক করে এবং এর উৎপাদন মাত্রা কমিয়ে দেয়। মূলত ফিক্সোফেনাডিন একটি হিস্টামিন রিসেপটার ব্লকার হিসেবে কাজ করে এবং এলার্জির লক্ষণগুলো থেকে মুক্তি দেয়।

fexo 120 bangla

fexo 120 bangla সম্পর্কে আপনারা অনেকেই জানতে চান। সার্চ ইঞ্জিন গুলোতে fexo 120 কেন খায় ও ফেক্সো ১২০ এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে প্রতিনিয়তই প্রচুর পরিমাণে সার্চ করা হয়। ডাক্তাররা এলার্জি সংক্রান্ত যেকোনো লক্ষণ দেখলেই fexo 120 খাওয়ার নির্দেশ দিয়ে থাকেন। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এলার্জি দূর করার জন্য রোগীরা fexo 120 কেন খায়? 

এর কারণ হলো ফেক্সো ১২০ এর প্রধান উপাদান হলো ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড। ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড হলো একধরনের অ্যান্টি- হিস্টামিন যা এলার্জি সংক্রান্ত বিভিন্ন উপসর্গ, যেমনঃ চুলকানি, মেীসুমী জ্বর, চোখ ও নাক দিয়ে পানি পড়া ইত্যাদির চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। ফেক্সোফেনাডাইন এর বিভিন্ন ডোজ বাজারে পাওয়া যায়। 
যেমনঃ ফেক্সো ৩০/ ৬০/১২০/১৮০ মি. গ্রাম। ফেক্সোফেনাডাইন এর ডোজ এর পরিমাণ রোগীর এলার্জির ধরণ, বয়স ইত্যাদির উপর নির্ভর করে। তবে ফেক্সো ১২০ মাত্রাতিরিক্ত বা ওভারডোজ গ্রহণ করলে ফেক্সো ১২০ এর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ার সম্ভাবনাই বেশি।

fexo 120 কেন খায়

fexo 120 কেন খায় এবং ফেক্সো ১২০ এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে অবগত থাকলে আপনি আপনার রোগের চিকিৎসায় এই ঔষধটি সেবন করতে পারবেন। আমাদের মানবদেহকে সুস্থ ও সচল রাখার জন্য fexo 120 অত্যন্ত কার্যকারী একটি ঔষধ হিসেবে বিবেচিত হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এর ব্যবহার সম্পর্কে আমরা অনেকেই জানিনা। তো চলুন আর দেরি না করে জেনে নিই মানুষ fexo 120 কেন খায়ঃ
fexo 120 কেন খায়- ফেক্সো ১২০ এর পার্শ্বপ্রতিক্রিয়া


  • এলার্জির উপসর্গ গুলো কমাতে
  • চুলকানির সমস্যা দূর করতে
  • শরীরে অ্যান্টি- হিস্টামিন তৈরি করতে
  • হিস্টামিন হরমোন এর উৎপাদন ব্লক করতে
  • শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে
  • মেীসুমি এলার্জিক রাইনাইটিস দূর করতে
  • চোখ ও নাক দিয়ে পানি পড়া কমাতে
  • এলার্জির কারণে সৃষ্ট শ্বাসকষ্ট দূর করতে
  • বিভিন্ন চর্মরোগ দূর করতে
এলার্জির উপসর্গ গুলো কমাতেঃ fexo 120 কেন খায় তার মধ্যে সবচেয়ে প্রধান কারণ হলো এটি এলার্জির উপসর্গ গুলো কমাতে সাহায্য করে। এলার্জি জনিত যেকোনো উপসর্গ নিরাময় করতে fexo 120 খুবই ভালো কাজ করে। বিশেষ করে সর্দি, হাঁচি, নাক গলার এলার্জি দূর করতে fexo 120 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

চুলকানির সমস্যা দূর করতেঃ আমাদের শরীরে এলার্জির কারণে সর্বপ্রথম ও সবচেয়ে কমন যে উপসর্গটি দেখা দেয় সেটি হলো চামড়া বা ত্বকে চুলকানি হওয়া। ত্বকে ক্রমাগত চুলকানি হওয়া আমাদের সকলের কাছে খুবই বিরক্তিকর একটি বিষয়। 
আপনি চুলকানির হাত থেকে রেহাই পেতে ফেক্সো ১২০ সেবন করতে পারেন। ফেক্সো ১২০ চুলকানি দূর করতে খুবই ভালো কাজ করে। মানুষ fexo 120 কেন খায় তার একটি প্রধান কারণ হলো এই অস্বস্থিকর চুলকানি দূর করার জন্য।

শরীরে অ্যান্টি- হিস্টামিন তৈরি করতেঃ অসংখ্য মানুষ fexo 120 কেন খায় তার মধ্যে অন্যতম কারণ হলো শরীরে অ্যান্টি- হিস্টামিন তৈরি করতে। অ্যান্টি শব্দটির সাথে আমরা সকলেই কমবেশি পরিচিত। সহজ ভাষায় অ্যান্টি বলতে বিরোধী বা বিপরীত কোনো কিছুকে বোঝায়।

ফেক্সো ১২০ বা ফেক্সোফেনাডিন আমাদের শরীরে অ্যান্টিহিস্টামিন নামক অ্যান্টিবায়োটিক তৈরি করে যা এলার্জির জন্য দায়ী হরমোন এর বিরুদ্ধে লড়াই করে আমাদের এলার্জির হাত থেকে রক্ষা করে এবং শারীরিকভাবে সুস্থ থাকতে সাহায্য করে। আশা করছি অ্যান্টি- হিসটামিন তৈরি করতে মানুষ fexo 120 কেন খায় তা এখন বুঝতে পেরেছেন।

হিস্টামিন হরমোন এর উৎপাদন ব্লক করতেঃ মানুষ fexo 120 কেন খায় তার আরো একটি কারণ হলো ফেক্সো ১২০ হিস্টামিন হরমোন এর উৎপাদন ব্লক করতে বা বাধা দিতে সক্ষম। হিস্টামিন হরমোন এর কারণেই আমাদের শরীরে যাবতীয় এলার্জিক উপসর্গ দেখা দিতে থাকে। fexo 120 ঔষধে থাকা উপাদান ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড হিস্টামিন হরমোন এর উৎপাদনে বাধা সৃষ্টি করে যা এলার্জি থেকে বাচার জন্য অত্যন্ত উপকারী একটি দিক।
শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেঃ যাদের fexo 120 ঔষধটি সম্পর্কে ধারণা রয়েছে, তাদের অধিকাংশেই fexo 120 খায় কারণ এর একটি ভালো দিক হলো এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। ফেক্সো ১২০ একধরনের অ্যান্টিবায়োটিক ড্রাগ বা ঔষধ। সুতরাং এটি সাধারণ রোগব্যাধি, যেমনঃ জ্বর, সর্দি, কাশি, মাথাব্যথা ইত্যাদি হওয়ার সম্ভাবনা কমায় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

মেীসুমি এলার্জিক রাইনাইটিস দূর করতেঃ fexo 120 এর আরো একটি কাজ হলো এটি মেীসুমি এলার্জিক রাইনাটিস দূর করতেও সহায়ক। আপনারা যারা এই এলার্জি সম্পর্কে জানেন না তাদের উদ্দেশ্যে বলি মেীসুমি রাইনাইটিস হলো একধরনের এলার্জিক প্রতিক্রিয়া যার কারণে সর্দি, হাঁচি, নাক ও চোখ দিয়ে পানি পড়তে থাকা, গলাব্যাথা ইত্যাদি উপসর্গ গুলো দেখা দেয়। fexo 120 এই এলার্জিক রিঅ্যাকশন বা প্রতিক্রয়া গুলো হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমিয়ে দেয়।

চোখ ও নাক দিয়ে পানি পড়া কমাতেঃ মাত্রই আমরা আলোচনা করলাম এলার্জিক রাইনাইটিস সম্পর্কে। এলার্জির কারণে যে সমস্যাটি আমাদের সবচেয়ে বেশি ভোগ করতে হয় সেটি হলো চোখ ও নাক দিয়ে ক্রমাগত পানি ঝরা। fexo 120 সেবন করলে এই উপসর্গ গুলো দূর হবে।

এলার্জির কারণে সৃষ্ট শ্বাসকষ্ট দূর করতেঃ অনেকের এলার্জির কারণে ফুসফুসে সমস্যা হয়ে যায় এবং এ্যাজমা বা শ্বাসকষ্ট দেখা দেয়। fexo 120 ঔষধের একটি ভালো দিক হলো এটি এলার্জির কারণে সৃষ্টি হওয়া শ্বাসকষ্ট দূর করতে সাহায্য করে। fexo 120 নিয়মিত সেবন করলে এলার্জি জনিত শ্বাসকষ্ট দূর হয়।
বিভিন্ন চর্মরোগ দূর করতেঃ অনেকের এলার্জির কারণে ত্বকে বিভিন্ন ধরনের চর্মরোগ দেখা দেয়। যেমনঃ ত্বক লাল হয়ে যাওয়া, ত্বকে র‌্যাশ এবং জ্বালাপোড়া করা, ত্বকে ফুসকুড়ি দেখা দেওয়া ইত্যাদি। ফেক্সো ১২০ নিয়মিত সেবন করলে ত্বকে এইসব উপসর্গ গুলো খুব কম পরিমাণে দেখা দেয়। 

প্রিয় পাঠক, আশা করছি fexo 120 কেন খায় তা সম্পর্কে আপনাদের সঠিক ধারণা দিতে পেরেছি। এগুলো ছাড়াও ফেক্সো ট্যাবলেট এর আরো অনেক উপকারিতা রয়েছে যেগুলো নিয়ে অন্য একটি আর্টিকেলে আলোচনা করা হবে।

ফেক্সো ট্যাবলেট এর কাজ কি

ফেক্সো ট্যাবলেট এর কাজ কি, ফেক্সো ট্যাবলেট কি কাজ করে তা নিয়ে অনেকেই প্রশ্ন করে থাকেন। ফেক্সো ট্যাবলেট মূলত শরীরের বিভিন্ন ধরনের এলার্জির চিকিৎসায় ব্যবহার করা যায়। এলার্জির সরাচর উপসর্গ গুলো দূর করতে ফেক্সো ট্যাবলেট খুবই কার্যকারী। ফেক্সো ট্যাবলেট ত্বকের বিভিন্ন চুলকানি, শ্বাসকষ্ট, সর্দি, নাক ও চোখ দিয়ে পানি পড়া সহ বিভিন্ন এলার্জির সমস্যা দূর করতে সাহায্য করে।

ফেক্সোফেনাডিন ১২০ এর কাজ কি- ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড ১২০ এর কাজ কি

ফেক্সোফেনাডিন ১২০ এর কাজ কি? ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড ১২০ এর কাজ কি? এই দুটি বিষয় লিখেও মানুষ সার্চ ইঞ্জিন গুলোতে সরাচর সার্চ করে থাকে। ফেক্সোফেনাডিন ১২০ এর কাজ কি তা সম্পর্কে ইতোপূর্বেই আমরা আলোচনা করেছি। 

আর ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড ১২০ হলো ফেক্সো ১২০ এর জেনেরিক নাম। বাস্তবিক অর্থে এই দুটির মধ্যে কোনো পার্থক্য নেই। শুধুমাএ আপনাদের বোঝার সুবিধার্থে এই দুুটি টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন।

ফেক্সোফেনাডিন ১২০ এর দাম- fexo 120 price in bangladesh

ফেক্সোফেনাডিন ১২০ এর দাম সম্পর্কে অনেকেরই জানার প্রয়োজনীয়তা ও আগ্রহ দেখা দেয়। আবার কেউ কেউ fexo 120 price in bangladesh এইভাবে লিখেও গুগলে সার্চ করেন। ফেক্সোফেনাডিন ঔষধ এর প্রস্তুত ও আমদানিকারক কোম্পানি হলো স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। 

ফেক্সোফেনাডিন ১২০ এর দাম প্রতি পাতা ৯০ টা। এক পাতায় ১০ টি ঔষধ থাকে। সুতরাং প্রতি পিছ ঔষধের মূল্য দাড়ায় ৯ টাকা। ফেক্সোফেনাডিন এক বক্সে ৫ পাতা করে ঔষধ থাকে। এক বক্স ঔষধের মূল্য ৪৫০ টাকা। 

আপনি একসাথে এক বক্স ঔষধ কিনলে ৫-১০% ছাড় পেতে পারেন। ফেক্সো ১২০ খুবই সহজলভ্য একটি ঔষধ। ছোট- বড় ফার্মেসি গুলোতে ফেক্সোফেনাডিন ঔষধ সহজেই পাওয়া যায়। আশা করছি, ফেক্সোফেনাডিন ১২০ এর দাম সম্পর্কে আপনি আইডিয়া পেয়ে গেছেন।

ফেক্সোফেনাডিন ১২০ খাওয়ার নিয়ম

ফেক্সোফেনাডিন ১২০ খাওয়ার নিয়ম ও ফেক্সো ১২০ এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো সম্পর্কে অনেকেই অবগত নন। সাধারণত রোগের ধরণ, রোগীর বয়স এর ভিত্তি করে চিকিৎসকরা ফেক্সোফেনাডিন খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এবং ঔষধের সেবনবিধি ও ব্যক্তিবিশেষে সম্পূর্ণ আলাদা আলাদা হতে পারে। তবে, ডাক্তারদের জেনারেল গাইডলাইন অনুযায়ী-
  • ২-১১ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে দিনে ২ বার, ৫ মি.লি করে।
  • ১২ বছরের উর্ধ্বে এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দিনে ২ বার ১২০ মি. গ্রা. করে।
সতর্কতাঃ ফেক্সোফেনাডিন ঔষধ সেবনের পূর্বে অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে।

ফেক্সো ১২০ এর পার্শ্বপ্রতিক্রিয়া

ফেক্সোফেনাডিন ১২০ খাওয়ার যেমন সঠিক নিয়ম রয়েছে, তেমনি ওভারডোজ বা মাত্রাতিরিক্ত পরিমাণে সেবন করলে ফেক্সো ১২০ এর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই ফেক্সো ১২০ স্বাস্থ্যের জন্য নিরাপদ হয়ে থাকে। তবে বিশেষ কিছু ক্ষেত্রে ফেক্সো ১২০ এর পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা দেয়। ফেক্সো ১২০ এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো হলোঃ
  • বদহজম বা হজমজনিত সমস্যা দেখা দেওয়া
  • গ্যাসের সমস্যা দেখা দেওয়া।
  • শারীরিকভাবে দূর্বল অনুভব করা।
  • তন্দ্রা বা ঘুম ঘুম ভাব দেখা দেওয়া।
ফেক্সো ১২০ সেবনের পরে যদি উপরে উল্লিখিত ফেক্সো ১২০ এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো আপনার দেখা দিলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আশা করছি ফেক্সো ১২০ এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে আপনি সঠিক ধারণা পেয়েছেন।

লেখকের মন্তব্য

প্রিয় পাঠক, আজকের এই পোস্টে আমরা fexo 120 কেন খায় ও ফেক্সো ১২০ এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। এছাড়াও ফেক্সো ১২০ সংশ্লিষ্ট সকল প্রশ্নের উওর দেওয়া হয়েছে। আশা করছি আপনি আর্টিকেলটি পড়ে উপকৃত হবেন। যদি আপনার এই ধরনের বিশ্বস্ত ও তথ্যপূর্ণ আর্টিকেল পড়তে ভালো লাগে, তাহলে আমাদের ওয়েবসাইটটি ফলো করতে পারেন।

কারণ আমরা এই ধরনের আর্টিকেল নিয়মিত প্রকাশ করে থাকি। আপনার কোন পরামর্শ বা মন্তব্য থাকলে কমেন্ট করে জানাতে পারেন। যদি এই আর্টিকেলটি পড়ে আপনি উপকৃত হয়ে থাকেন, তাহলে আপনার প্রিয়জন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। এতক্ষণ মনোযোগ সহকারে আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url