10000 ভিউ এর জন্য ফেসবুক কত টাকা দেয়

10000 ভিউ এর জন্য ফেসবুক কত টাকা দেয় তা সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। আজকের এই আর্টিকেলে আমরা আপনাদের সাথে 10000 ভিউ এর জন্য ফেসবুক কত টাকা দেয় তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি ফেসবুকে কত ভিউ কত টাকা তা সম্পর্কেও আলোচনা করা হবে। তাই সম্পূর্ণ আর্টিকেল জুড়ে আমাদের সঙ্গেই থাকুন।
10000 ভিউ এর জন্য ফেসবুক কত টাকা দেয়


বর্তমান তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল যুগে সামাজিক মাধ্যমগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় একটি মাধ্যম হল ফেসবুক। আর ফেসবুকে কনটেন্ট তৈরি করে টাকা ইনকাম করার বিষয়টি বহু সংখ্যক মানুষের আগ্রহের কেন্দ্র বিন্দুতে রয়েছে। কনটেন্ট নির্মাতাদের ফেসবুক থেকে সর্বাধিক টাকা আয় করার জন্য ফেসবুক কত ভিউ এর জন্য কত টাকা দেয় বা ফেসবুকের বেতন কাঠামো বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মূলত তাদের উদ্দেশ্যেই আমাদের আজকের আর্টিকেলটি সাজানো হয়েছে। এই আর্টিকেলটি পড়লে আপনি ফেসবুকে কত ভিউ কত টাকা ২০২৫, 10000 ভিউ এর জন্য ফেসবুক কত টাকা দেয় তা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তাই সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার অনুরোধ করছি।

কনটেন্ট সূচিপত্র: 10000 ভিউ এর জন্য ফেসবুক কত টাকা দেয়

ফেসবুকের ভিউ কি

বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে ফেসবুকের ভিউ কি এই বিষয়টি আমাদের কম বেশি সকলেরই জানা। সাধারণত ফেসবুকের ভিউ বলতে বোঝায় কতজন ফেসবুক ব্যবহারকারী আপনার ভিডিও, ছবি, পোস্ট বা অন্য যেকোনো ধরনের কনটেন্ট দেখেছে। আর ফেসবুকের ভিউ বিভিন্ন ধরনের কন্টেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন:
  • ভিডিও: ফেসবুকে কোন ভিডিওতে একটি ভিউ তখনই গণনা করা হয়, যখন কোন ব্যক্তি আপনার ভিডিওটি তিন সেকেন্ড বা তার অধিক সময় ধরে দেখে।
  • ছবি ও পোস্ট: ছবি ও পোস্টের ক্ষেত্রে ভিউ বলতে বোঝায় কতজন ফেসবুক ব্যবহারকারী আপনার ছবি বা পোস্টটি তাদের নিউজফিডে দেখেছে।
মূলত ভিউ সংখ্যার উপর ভিত্তি করে জানতে পারবেন আপনার ভিডিও পোস্ট ছবি ও অন্যান্য কনটেন্ট কতজন মানুষের নিকট পৌঁছেছে এবং কেমন জনপ্রিয়তা পাচ্ছে।

ফেসবুকে কত ভিউ কত টাকা ২০২৫

ফেসবুকে কত ভিউ কত টাকা পাওয়া যায় তা সম্পর্কে জানার পূর্বে আপনার কিছু বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। মূলত ফেসবুক একটি নির্দিষ্ট সংখ্যক ভিউ অনুযায়ী একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে থাকে। প্রতি এক হাজার ভিউ এর জন্য ফেসবুক কত টাকা প্রদান করে তা বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে। এগুলো হলো:
  • ভিডিওর ধরন ও দৈর্ঘ্য।
  • কন্টেন্ট কোয়ালিটি।
  • কনটেন্ট নিশ।
  • দর্শকদের অবস্থান।
  • এড প্লেসমেন্ট।
  • CPC বা Cost Per Click.
ভিডিওর ধরন ও দৈর্ঘ্য: ফেসবুকে প্রতি ১০০০ ভিউতে কত টাকা পাওয়া যাবে তা ভিডিওর ধরন ও দৈর্ঘ্যের উপর নির্ভর করে। একজন ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর প্রধানত দুই ধরনের ভিডিও তৈরি করে।
  • শর্ট ভিডিও বা Reels যার দৈর্ঘ্য ৬০ থেকে ৯০ সেকেন্ড হয়ে থাকে।
  • লং ভিডিও: যার দৈর্ঘ্য ৫ থেকে ২৪০ মিনিট পর্যন্ত হতে পারে।
সাধারণত শর্ট ভিডিওর তুলনায় লং বা বড় ভিডিওগুলোর মাধ্যমে ফেসবুক থেকে বেশি টাকা আয় করা সম্ভব। এর প্রধান কারণ হলো বড় ভিডিওগুলোতে বেশি অ্যাড প্লেসমেন্ট করার জন্য পর্যাপ্ত জায়গা থাকে। 
অন্যদিকে শর্ট ভিডিও বা Reels এর দৈর্ঘ্য বা length কম হওয়ায় এই ভিডিওগুলোতে বেশি অ্যাড প্লেসমেন্ট করার জায়গা থাকে না। ফেসবুক কোন ভিডিওতে যত বেশি অ্যাড বা বিজ্ঞাপন প্রদর্শন করতে পারবে সেই ভিডিওতে তত বেশি টাকা আয় হবে।

কনটেন্ট কোয়ালিটি: ফেসবুক ভিডিও থেকে আপনি কত টাকা আয় করতে পারবেন তার অনেকটাই নির্ভর করে আপনার কনটেন্ট এর কোয়ালিটি বা গুণগত মানের ওপর। দর্শকদের দৃষ্টি আকর্ষণ এবং মনোযোগ ধরে রাখার জন্য আপনার কনটেন্টের কোয়ালিটি উচ্চমানের হওয়া অত্যাবশ্যক। আপনার ভিডিওটি আকর্ষণীয়, তথ্যবহুল, বিনোদনমূলক অথবা দর্শকদের কাছে মূল্যবান হতে হবে। 

তবেই আপনি ফেসবুক থেকে বেশি টাকা আয় করতে সক্ষম হবেন। গুণগত মান সম্পন্ন কনটেন্ট আপনাকে বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট পেতে এবং এনগেজমেন্ট বাড়াতে সাহায্য করবে। এছাড়াও দেখা গেছে হাই কোয়ালিটির ভিডিও মানুষ দীর্ঘক্ষণ সময় ধরে দেখে, যার ফলে ফেসবুক বা মেটা বিজনেস আপনার ভিডিওতে বেশিবার বিজ্ঞাপন প্রদর্শন করতে পারবে এবং আপনি বেশি টাকা আয় করতে পারবেন।

কনটেন্ট নিশ: আপনি ফেসবুকে কত ভিউ কত টাকা পাবেন তার কিছুটা নির্ভর করে কনটেন্ট নিশ এর ওপরে। কনটেন্ট নিশ বলতে মূলত আপনি কোন টপিক নিয়ে আপনার ভিডিও তৈরি করছেন সেটা কে বোঝানো হয়। হতে পারে এটি শিক্ষামূলক, বিনোদন, গেমিং, খাবার এবং রান্নার ভিডিও, প্রযুক্তি, ত্বক ও রূপ চর্চা ইত্যাদি। 

গুগলের তথ্যানুসারে উপরোক্ত নিশ গুলো ২০২৪ সালের সবচেয়ে জনপ্রিয় নিশ এর তালিকাভুক্ত হয়েছে। সুতরাং আপনার ভিডিওর নিশ যদি জনপ্রিয় হয়ে থাকে তাহলে আপনি অল্প পরিমাণ ভিউ তেও ফেসবুক থেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন।

দর্শকদের অবস্থান: আপনি প্রতি এক হাজার ভিউতে কত টাকা পাবেন তা দর্শকের অবস্থানের ওপরেও কিছুটা নির্ভরশীল। উদাহরণস্বরূপ, আপনার ভিডিও বা কনটেন্টের অধিকাংশ দর্শক যদি বাইরের দেশ, অর্থাৎ আমেরিকা, কানাডা, লন্ডন ইত্যাদি থেকে হয় তাহলে আপনি ফেসবুক থেকে বেশি টাকা ইনকাম করতে পারবেন।
কেননা, বাইরের দেশের CPM বা cost per mille এর পরিমাণ বেশি থাকে। CPM বলতে প্রতি হাজার ভিউতে বিজ্ঞাপন দাতারা কত টাকা দেয় সেটিকে বোঝায়। অন্যদিকে আপনার অধিকাংশ দর্শক যদি বাংলাদেশ কিংবা ভারতের হয়ে থাকে তাহলে আপনার CPM rate কম হবে এবং টাকাও কম উপার্জন হবে।

এড প্লেসমেন্ট: এড প্লেসমেন্ট বা বিজ্ঞাপনের অবস্থানের উপর ভিত্তি করেও প্রতি এক হাজার ভিউতে ফেসবুক থেকে উপার্জনের পরিমাণ কম বেশি হতে পারে। যেমন: mid-roll ads বা বিজ্ঞাপন , যেগুলো সাধারণত ভিডিওর মাঝে বসানো হয়, সেই ভিডিও থেকে বেশি টাকা আয় করা যায়। অন্যদিকে যে সকল ভিডিওতে শুরুতে বা শেষে বিজ্ঞাপন বসানো হয় সেই সব ভিডিও থেকে একটু কম পরিমাণে আয় হয়।

CPC বা Cost Per Click: ফেসবুক ভিডিও থেকে কত টাকা আয় করা যাবে তা নির্ধারণ করে CPC বা Cost Per Click. CPC হল একজন বিজ্ঞাপন দাতা তার বিজ্ঞাপনে প্রতিটি ক্লিক এর জন্য কত টাকা প্রদান করবে। CPC এর পরিমাণও স্থানভেদে ভিন্ন হয়ে থাকে। 

প্রিয় পাঠক এতক্ষণে আমরা আলোচনা করেছি কোন কোন উপাদান গুলো ফেসবুক প্রতি এক হাজার ভিউতে কত টাকা দেয় এই বিষয়টিকে প্রভাবিত করে। তো চলুন এখন জেনে নেওয়া যাক, ফেসবুকে কত ভিউ কত টাকা:
ভিউ আনুমানিক আয়
1000 $2 – $10
10000 $48 – $100
100,000 $900 – $1,000
1,000,000 $8,750 – $10,000

10000 ভিউ এর জন্য ফেসবুক কত টাকা দেয়

আমরা ইতোমধ্যে আলোচনা করেছি ফেসবুকে কত ভিউ কত টাকা পাওয়া যায়। আপনাদের অনেকেই সুনির্দিষ্ট ভাবে প্রশ্ন করে থাকেন 10000 ভিউ এর জন্য ফেসবুক কত টাকা দেয়? যদিও ফেসবুকে প্রতি এক হাজার ভিউ এ কত টাকা পাওয়া যাবে এই বিষয়টি বিভিন্ন ফ্যাক্টর এর উপর নির্ভর করে। 
10000 ভিউ এর জন্য ফেসবুক কত টাকা দেয়


তবে জেনারেল গাইডলাইন অনুযায়ী, প্রতি ১০ হাজার ভিউ এর জন্য ফেসবুক $48- $100 ডলার পর্যন্ত দিতে পারে। যা আমাদের বাংলাদেশী টাকায় রূপান্তর করলে 5816- 12118 টাকা প্রায়। আশা করছি আপনি জানতে পেরেছেন 10000 ভিউ এর জন্য ফেসবুক কত টাকা দেয়।

ফেসবুক থেকে কত টাকা আয় করা যায়

ফেসবুক থেকে সর্বোচ্চ কত টাকা আয় করা যায় এর কোন নির্দিষ্ট সীমারেখা নেই। ফেসবুক থেকে কত টাকা আয় করা যায় এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার কন্টেন্টের জনপ্রিয়তা, কোয়ালিটি এবং কোন মনিটাইজেশন পদ্ধতি আপনি ব্যবহার করছেন। বাংলাদেশে এমন অসংখ্য কনটেন্ট ক্রিয়েটর রয়েছেন যারা ফেসবুক থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা আয় করছেন।

ফেসবুক ভিডিও থেকে আয় করার উপায়- ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়

বিভিন্ন উপায়ে ফেসবুক ভিডিও থেকে আয় করা যায়। ফেসবুক থেকে টাকা আয় করার জন্য আপনাকে অবশ্যই ফেসবুক মনিটাইজেশনের আবশ্যিক শর্তগুলো পূরণ করতে হবে। অর্থাৎ, আপনার ক্রিয়েটর প্রোফাইলে সর্বনিম্ন ১০ হাজার ফলোয়ার এবং ৯০ দিনের মধ্যে ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম থাকতে হবে। 
নিচে ফেসবুক ভিডিও থেকে আয় করার উপায় গুলো সংক্ষেপে দেওয়া হলো: 
  • ইন- স্ট্রিম অ্যাড। 
  • ফেসবুক স্টার। 
  • পেইড সাবস্ক্রিপশন। 
  • ব্র্যান্ড সহযোগিতা বা স্পন্সরশিপ ইত্যাদি।

ফেসবুক স্টার থেকে ইনকাম 

ফেসবুক থেকে আয় করার আরো একটি দারুন উৎস হল ফেসবুক স্টার থেকে ইনকাম করা। ফেসবুক স্টার হল এমন একটি উপাদান যার মাধ্যমে দর্শকরা কনটেন্ট ক্রিয়েটরদের প্রশংসা ও উৎসাহ জোগাতে ভার্চুয়াল টোকেন কিনে পাঠায়। ফেসবুক স্টার থেকে ইনকাম করার জন্য আপনার কনটেন্টটি অবশ্যই আকর্ষণীয় হতে হবে।
ফেসবুক স্টার থেকে ইনকাম

আপনি লাইভ ভিডিও, গেমিং, শর্ট ভিডিও ও পোষ্টের মাধ্যমে ফেসবুক স্টার ইনকাম করতে পারবেন। আপনি যদি ফেসবুক মনিটাইজেশন এর যোগ্য বলে বিবেচিত হন তাহলে আপনি আপনার ভক্ত ও দর্শকদের পাঠানো স্টার টাকায় রূপান্তর করে ফেসবুক থেকে টাকা আয় করতে পারবেন।

লেখকের মন্তব্য

প্রিয় পাঠক, আশা করছি আপনি 10000 ভিউ এর জন্য ফেসবুক কত টাকা দেয় তা সম্পর্কে জানতে পেরেছেন এবং উপকৃত হয়েছেন। ফেসবুক থেকে প্রচুর টাকা ইনকাম করা সম্ভব। তবে এই প্লাটফর্মে সফলতা পেতে হলে প্রয়োজন হবে ধৈর্য,পরিশ্রম ও একাগ্রতা। এছাড়াও সময়ের সাথে সাথে নিজের স্কিল বা দক্ষতাকে আরো বেশি উন্নত করার দিকে মনোযোগী হতে হবে।

যদি আপনার এই ধরনের বিশ্বস্ত ও তথ্যপূর্ণ আর্টিকেল পড়তে ভালো লাগে, তাহলে আমাদের ওয়েবসাইটটি ফলো করতে পারেন। কারণ আমরা এই ধরনের আর্টিকেল নিয়মিত প্রকাশ করে থাকি। আপনার কোন পরামর্শ বা মন্তব্য থাকলে কমেন্ট করে জানাতে পারেন। যদি এই আর্টিকেলটি পড়ে আপনি উপকৃত হয়ে থাকেন, তাহলে আপনার প্রিয়জন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। এতক্ষণ মনোযোগ সহকারে আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url